রংপুরে নির্বাচন

এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিলেই ভোট বন্ধ: রফিকুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৯ | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৭

রংপুর-৩ আসনের উপনির্বাচনে কোনো প্রার্থীর এজেন্ট বা ভোটারদের কেন্দ্র ঢুকতে বাধা দিলে সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার সকালে রংপুর সরকারি কলেজের হলরুমে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রফিকুল ইসলাম বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি, ভোটার বা অন্য কোনো দুস্কৃতিকারী ভোটে অনিয়মে জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি। একটি সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলেও আশা করেন তিনি।

এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-আসনে উপনির্বাচন হবে ৫ অক্টোবর। এতে মহাজোট ও বিএনপি জোটের প্রার্থীসহ ছয়জন অংশ নিয়েছেন।

ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/আরআই/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :