উপাচার্যকে লাল কার্ড দেখাল বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৮ | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৮

উপাচার্য হটাও আন্দোলনে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবারও ছিল নানান কর্মসূচি।

আজ শুক্রবার আন্দোলনের নবম দিন বিকাল ৫টায় ক্যাম্পাসের জয় বাংলা চত্বরে উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনকে লাল কার্ড দেখান শিক্ষার্থীরা।

এ সময় উপাচার্যকে তার দায়িত্ব থেকে চলে যাওয়ার জন্য সেøাগান দেন তারা। প্রায় আধাঘণ্টা চলে এই কর্মসূচি। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় চত্বরে একটি মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এদিন একই দাবিতে রাত ৮ টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে মশাল মিছিল বের করেন। মিছিলটি জয় বাংলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে, বেলা সাড়ে ১১ টায় শিক্ষার্থীরা উপাচার্য ড.খোন্দাকার নাসিরউদ্দিনের কুশপুতুল দাহ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

গত ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা উপাচার্যের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা তুলে ধরে আন্দোলন শুরু করেন।

সেই থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিন-রাত উপাচার্যের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি নিয়ে সেøাগানের পর স্লোগান চলে। আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের নানা অনিয়ম, দুর্নীতি নারী কেলেঙ্কারি লেখা বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করেন। আন্দোলনের মুখে গত শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশ দিয়েও ব্যর্থ হয়।

শিক্ষার্থীরা আজও জানিয়েছেন উপচার্যের পদত্যাগ ছাড়া তারা আন্দোলন বন্ধ করবে না।

অপরদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্ত রির্পোটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং রির্পোটের সুপারিশ অনুযায়ী গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন।

ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ

সনদ বাণিজ্য: ওএসডি হচ্ছেন কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান

হাবিপ্রবি ছাত্রলীগের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :