নোয়াখালীতে ‘আনসারউল্ল্যাহ'র দুই সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৩

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়ালীর চাটখিলের নোয়াখলা গ্রাম থেকে ‘আনসার উল্ল্যাহ বাংলা টিমের’ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মেহেদী হাসান জয় এবং শাহজাহান।

বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে কাউন্টার টেরোরিজম ইউনিট তাদের গ্রেপ্তার করে।

পরে শুক্রবার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয় এবং দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান জয় রামগঞ্জ উপজেলার ভাটিয়াল গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি চাটখিলের ঘাসিপুর গ্রামে আত্মগোপনে ছিলেন। আর শাহজাহান উত্তর শ্রীনগর গ্রামের মৃত হোসেনের ছেলে।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, কাউন্টার টেরোরিজম ইউনিট মেহেদী ও শাহজাহানকে দীর্ঘদিন থেকে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। বৃহস্পতিবার রাতে তাদের নোয়াখলা গ্রাম থেকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই ও জঙ্গি হামলায় ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এলএ)