‘জনকল্যাণে রণদার সম্পদ দান নজিরবিহীন’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩০

দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন, ‘দানবীর রণদা প্রসাদ সাহার জীবনের অর্জিত সকল সম্পদ ভোগ না করে মানবকল্যাণে দান করে গেছেন। যা এ উপমহাদেশে নয় পৃথিবীতে নজিরবিহীন।’

শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসের সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ভারতেশ্বরী হোমসের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অমলেন্দু সাহার সভাপতিত্বে প্রতিষ্ঠানের পিপিএম হলে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক ও ভারতেশ্বরী হোমসের প্রাক্তন প্রিন্সিপাল ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি, মানবাধিকার ও সমাজকর্মী জয়ন্তী রায়, ভারতেশ্বরী হোমসের সিনিয়র শিক্ষক হেনা সুলতানা প্রমুখ।

এর আগে ভারতেশ্বরী হোমসের ছাত্রীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।

প্রধান অতিথি তাসমিমা হোসেন বলেন, সম্পদ খাওয়া যায় না, সম্পদ ভোগ করতে হয়। দানবীর রণদা প্রসাদ সাহা তার সারা জীবনের অর্জিত যত সম্পদ ছিল তিনি তা ভোগ করেননি। তিনি তা মানব কল্যাণে ব্যবহার দান করে গেছেন। কিন্তু বর্তমানে হচ্ছে তার উল্টো। মানুষ দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে।’

তিনি বলেন, ‘মানুষ প্রতিযোগিতা করে শক্তি বাড়ানোর জন্য। পরিশ্রম কখনো বিফলে যায় না।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা শুরু করতে হয় নিজের ঘর থেকে। সত্যিকারে মানুষ হতে না পারলে সার্টিফিকেটের কোন মূল্য নেই বলে তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন।’

পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রসঙ্গত, দানবীর রণদা প্রসাদ সাহা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও ব্যবসার মাধ্যমে এক সময় তিনি বিপুল অর্থের মালিক হন। তিনি টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল, নারী শিক্ষাপ্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস, কুমুদিনী নাসিং স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইলে কুমুদিনী কলেজ, মানিকগঞ্জে দেবেন্দ্র কলেজসহ বহু প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরে তার অর্জিত সকল সম্পাদ ট্রাস্ট গঠন করে জনগণের কল্যাণে দান করে যান।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :