লক্ষ্মীপুরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৮ | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৫

লক্ষ্মীপুরে খোরশেদ আলম মিলন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার আলাদাদপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম মিলন দত্তপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আাহবায়ক ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রাত ৯টার দিকে খোরশেদ আলম মিলন আলাদাদপুর বাজারে লিটনের মুদি দোকানে বসে কথা বলছিলেন। এ সময় মুখোশপরা কয়েকজন যুবক খোরশেদ আলম মিলনকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে মাথায় ও পায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আহসানুল কবির রিপন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান জানান, কি কারণে মিলনকে গুলি করে হত্যা করা হয়েছে। তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে যারাই হত্যাকাণ্ডে জড়িত তাদের চিহিৃত করে গ্রেপ্তার করা হবে। জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :