গাজীপুরে ব্যবসায়ীর ১৬ লাখ টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০০

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় গুলি করে এক সিগারেট কোম্পানির ১৬ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছিনতাইকারীদের হামলায় জাপান ট্যোবাকোর মালিক নূরুল হক রতন ও কর্মচারী সোহেল আহত হন।

নূরুল হক রতন জানান, রবিবার সকালে তিনি তার ছয় কর্মচারী নিয়ে চান্দনা চৌরাস্তার অফিস থেকে ১৬ লাখ ৪১ হাজার টাকা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পূবালী ব্যাংকের উদ্দেশ্যে হেঁটে রওনা দেন। অফিস থেকে কিছুদূর যাওয়ার পর চান্দনা চৌরাস্তার ঢাকা-জয়দেবপুর সড়কের সিয়াম ফিলিং স্টেশনের কাছে পৌঁছলে পেছন থেকে ৫-৬ জন ছিনতাইকারী লাঠিসোটা ও রড নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তিনি ও কর্মচারী সোহেল আহত হন। এক পর্যায়ে ছিনতাইকারীরা চার রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে সোহেলের হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে জয়দেবপুরের দিকে চলে যায়।

গাজীপুর মেট্টোপলিটনের বাসন থানার ওসি কাওসার আহমেদ চৌধুরী জানান, ব্যবসায়ীর ১৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে গুলির বিষয়টি তিনি নিশ্চিত নন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :