‘মাদক জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বিগত দিনে সিংড়া উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ ছিল। এখন সিংড়া তথা চলনবিলের মানুষ শান্তিতে ঘুমাতে পারে। নৌকায় ভোট দিয়ে দেশে শান্তি এসেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষ্যেই কাজ করছেন। তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি। এ জন্য তিনি তরুণ সমাজকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।’

রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে কাজ করতে হবে। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। ইতোমধ্যে সিংড়ার অনেক ইউনিয়নকে জুয়ামুক্ত করা হয়েছে। এখনো অভিযান চলছে। আর কোন পুলিশ, কোনো জনপ্রতিনিধি মাদক, জুয়া থেকে বখরা নিয়ে অবৈধ জুয়াকে প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা হক রোজী প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :