নদীতে চাঁদাবাজি, দুজনের বিরুদ্ধে মামলা

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১২

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

সুনামগঞ্জের তাহিরপুরের রক্তি নদীতে চাঁদাবাজির অভিযোগে আটক দুই চাঁদাবাজের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র‌্যাব। 

তাহিরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সুনামগঞ্জ র‌্যাব-৯ এর সুবেদার মুখলেছুর রহমান বাদী হয়ে তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকূল গ্রামের সেলিম মিয়া ও  নোয়াহাট গ্রামের মৃদুল তালুকদারের বিরুদ্ধে এ মামলা করেন। 

বালিজুড়ি ইউনিয়নের ইউপি সদস্য বাবুল মিয়া বলেন, রক্তি নদীতে বালু পাথরবোঝাই নৌকা থেকে সেলিম ও মৃদুল কয়েক মাস ধরে চাঁদা আদায় করে আসছে। গত শনিবার বিকালে তাদের দুজনকে আটক করে রাতে তাহিরপুর থানায় সোপর্দ করেন সুনামগঞ্জ র‌্যাব-৯ এর সদস্যরা।

তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেন। বলেন, ‘আটকদের সকালে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।’

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএ)