পটুয়াখালীতে হত্যা মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩২

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

পটুয়াখালীর কলাপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধে আব্বাস হাওলাদার হত্যা মামলায় যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন- যুবলীগ নেতা মশিউর রহমান শামিম খলিফা এবং তার ভাই মিলন খলিফা।

পুলিশ জানায়, গোপন সংবাদে শনিবার রাত ১২টার দিকে বরিশালে ঢাকাগামী একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলের পাশে জালাল খলিফার বাড়ি থেকে হত্যাকা-ে ব্যবহৃত একটি বড় রামদা, একটি ছোট রামদা, দুটি হকিস্টিক, তিনটি ক্রিকেট স্টাম্প উদ্ধার করে পুলিশ।

এর আগে আরো আট আসামিকে কলাপাড়ার বিভিন্ন স্থান থেকে আটক করে পুলিশ।  শুক্রবার সকালে হত্যার শিকার আব্বাস হাওলাদারের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে যুবলীগ সভাপতিসহ ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। 

মামলার প্রধান আসামি মশিউর রহমান শামিম খলিফা কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি।

প্রসঙ্গত, জমি নিয়ে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের মোছলেম আলী খলিফা ও তার ভাই রশিদ খলিফা গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার ভোরে সাড়ে ৪টার দিকে মোসলেম খলিফা গ্রুপের লোকজন রশিদ খলিফার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরসহ অন্তত আটজনকে কুপিয়ে জখম করে। এতে আব্বাস হাওলাদারসহ আহত অন্যদের আমতলী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আব্বাস হাওলাদার মারা যান।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএ)