ফরিদপুরে হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৪ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৯

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে জাহিদুল ইসলাম খান হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। রবিবার বেলা পৌণে তিনটার দিকে আদালতের বিচারক সেলিম মিয়া এ রায় দেন।

রায় ঘোষণার সময় পাঁচ আসামির মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ফরিদপুর সদর উপজেলার ধুলদী রাজাপুর গ্রামের আকাশ, একই গ্রামের সাইফুল শেখ, হাসেম শেখ, জাহিদ খা, জুয়েল বেপারী।

জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আওলাদ হোসেন মামলার বিবরণ থেকে জানান, ফরিদপুর কোতয়ালি থানার কৃষ্ণনগর ইউনিয়নের পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের জাহিদুল ইসলাম খান ২০১৪ সালের ২১ ডিসেম্বর  ধুলদী রাজাপুর গ্রামের ইসমাইল শেখের বাড়িতে গিয়ে সহযোগীদের সাথে তাস খেলা শুরু করে। খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে কোন্দল শুরু হলে ওই পাঁচজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাহিদুলকে আহত করে ফেলে রেখে যায়।

পরদিন দুপুরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী জিয়াসমিন ২৩ ডিসেম্বর কোতোয়ালি থানায় ওই পাঁচজনকে আসামি করে  মামলা করলে শুনানি শেষে আদালতের বিচারক  এ রায় দেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএ)