গফরগাঁওয়ে মাদ্রাসাছাত্র অপহরণ

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৫

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদ্রাসার এক শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপন দাবি করা হয়েছে। এ ঘটনায় অপহৃত ছাত্রের মা জোসনা বেগম গফরগাঁও থানায় একটি ডায়েরি করেছেন।

অপহৃত ছাত্রের নাম আশিক মিয়া (১২)। সে গফরগাঁওয়ের পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের চৌকা গ্রামের সৌদি প্রবাসী আলতাফ হোসেনের ছেলে।

আশিক গফরগাঁও পৌর এলাকার রেলস্টেশন সংলগ্ন হিফজুল কোরআন মাদ্রাসার কিতাব বিভাগের আবাসিক ছাত্র।

শিক্ষার্থীর মা জোসনা বেগমের ভাষ্য, শনিবার বেলা ১১টায় মাদ্রাসার এক শিক্ষক অপহৃত আশিকের মাকে মুঠোফোনে ফোন করে জানায় আশিককে পাওয়া যাচ্ছে না। পরে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও আশিককে পায়নি। পরে দুপুর ২টায় বিকাশ নাম্বারে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে আমি আমার ছেলেকে ফিরে পেতে শনিবার রাত ১২টার দিকে থানায় ডায়েরি করি।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার বলেন, ছেলেটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :