ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএসফ)-এর গুলিতে দুলাল হোসেন নামে এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। রবিবার ভোরে বেউরঝাড়ি সীমান্ত ফাঁড়ির ৩৭৯/৭ নম্বর সীমানা পিলারের ৫০ গজ ভেতরে এ ঘটনা ঘটে।

আহত দুলাল হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের চুড়ইগদি গ্রামের শবরাতুর ছেলে। তবে পরিবারের লোকজন বিষয়টি লুকিয়ে রেখে গোপনে রংপুর এক ক্লিনিকে আহত দুলালের চিকিৎসা করাচ্ছেন বলে জানান ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আকালু।

চেয়ারম্যান আকালু জানান, ভোরে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গেলে বেউরঝাড়ি সীমান্তের ৩৭৯/৭ নম্বর সীমানা পিলারের আনুমানিক ৫০ গজ ভেতরে ভারতীয় এলাকায় ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের বড়বিল্লাহ ক্যাম্পের টহল দল দুলালকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে দুলাল আহত অবস্থায় সীমান্ত পাড় হয়ে পালিয়ে আসে।

৫০ বিজিবির অধিনায়ক অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামীউন্নবী জানান, এ বিষয়ে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা নিশ্চিত না করা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :