পুরো সপ্তাহ বৃষ্টিময় থাকার আভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:০১ | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৩

ঋতুবৈচিত্রে এখন শারদীয় আবহ। তবে ঋতুটির শেষ দিকে এসে বৃষ্টি ঝরাচ্ছে মৌসুমী বায়ু। সপ্তাহজুড়েই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা এমন বৃষ্টিময় থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তার মধ্যে কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস মিলেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্তমানে প্রবাহিত মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরেকটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যার ফলে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বয়ে যাওয়া মৌসুমী বায়ুর প্রভাবেই দেশের প্রায় জায়গায়র বৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলে মৌসুমী বায়ু জোরালো রয়েছে। এর প্রভাবে চলতি সপ্তাহের প্রায় দিনই বৃষ্টি হবে। পরের সপ্তাহে গিয়ে কমে আসবে বৃষ্টিপাত।

এদিকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং সিলেটের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া অন্যান্য নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :