গৃহবধূ হত্যায় স্বামী ও পরকীয়া প্রেমিকার যাবজ্জীবন

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:১১

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝালকাঠির কাঠাঁলিয়ায় গৃহবধূ হত্যার দায়ে স্বামী আলো খান ও তার পরকীয়া প্রেমিকা পাখি বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া পাখি বেগমকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়। রবিবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আলো খান ওরফে আলম খান কাঁঠালিয় উপজেলার দক্ষিণ চেচরী গ্রামের জেলেম খানের ছেলে এবং পাখি বেগম একই এলাকার লাল মিয়ার স্ত্রী।

মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠির কাঁঠালিাঁ উপজেলার দক্ষিণ চেচরী গ্রামের লাল মিয়ার স্ত্রীর পাখি বেগমের সাথে তিন বছর যাবত পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল প্রতিবেশী আলো খানের। এ ঘটনার জের ধরে ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি রাতে তর্ক-বির্তকের এক পর্যায়ে আলো খান তার স্ত্রী বিউটি বেগমকে গলাটিপে হত্যা করে। পরে বাড়ির পাশের একটি কচুক্ষেতে স্ত্রীর লাশ ফেলে দেন আলো। পরে এ ঘটনায় নিহত বিউটি বেগমের ভাই ফোরকান বাদী হয়ে ৬ ফেব্রুয়ারি আলো খান ও তার পরকীয়া প্রেমিক পাখি বেগমকে আসামি করে হত্যা মামলা করেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএ)