প্রাকৃতিক বিপর্যয়ে কর্মরতদের মূল বেতনের ৪০% প্রদানের দাবি

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৫

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা শাখার নেতারা। কেন্দ্রীয় কর্মসূচির সিদ্ধান্ত অনুযায়ী রবিবার সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) আমিরুল কায়ছারের নিকট স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে দুর্গম অরণ্যে পাহাড়ি অঞ্চল, হাওড়, বাওর, সামুদ্রিক অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয়ে মুখে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কর্মরতদের মূল বেতনের ৪০% (সর্বনিম্ন ৫০০০/-টাকা) প্রদানের দাবি জানানো হয়। এছাড়া সচিবালয়ের ন্যায় সমকাজে সমমর্যদা ও পদবী পরিবর্তন, আউট সোর্সিং নিয়োগ প্রথা বাতিল, আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগকৃত জনবলের নিয়মিতকরণ, বেতন বৈষম্য নিরসন, বাষিক খ ইনক্রিমেন্টের হার ২০% নির্ধারণ, গৃহনির্মাণ ঋণদান নীতিমালা সংশোধন, টাইম স্কেল সিলেকশনগ্রেড পুনর্বহাল, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদান, পেনশন গ্র্যাচুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ, দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে নায্যমূল্যে মানসম্মত রেশম প্রদানের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা সমন্বয় পরিষদের সভাপতি ছাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহ-সভাপতি সমির কান্তি দেব সুমন, খোরশেদ আলম চৌধুরী, আব্দুল খালেক হাওলাদার, সৈয়দ নিজাম উদ্দিন, নুরুল ইসলাম নুরু, আলমগীর হোসেন, তোফাজ্জল হোসেন, উপদেষ্টা নুর নবী, রতন আলী মিয়া, যুগ্ম সম্পাদক  হালিম, মঈনুদ্দিন, ইলিয়াছ আকবর খান, মবিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ, ইরাক প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএ)