শুভেচ্ছা ইলিশের প্রথম চালান বেনাপোলে আটকা

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৫

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছাস্বরূপ ভারতের পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানির প্রথম চালান কাগজপত্র না থাকায় বেনাপোলে আটকা পড়েছে। এই চালানে রয়েছে ২৪ টন ইলিশ।

আজ দুপুরে চালানটি ভারতে যাওয়ার কথা ছিল। আগামীকাল সোমবার রপ্তানির সংশ্লিষ্ট কাগজপত্র বেনাপোল কাস্টমে জমা দেওয়া হবে বলে জানিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট।

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নেয় সরকার। আগামী ১০ অক্টোবরের মধ্যে এগুলো রপ্তানির নির্দেশনা রয়েছে।

আজ ইলিশের প্রথম চালান বন্দরে গেলেও বেনাপোল কাস্টম জানায়, ইলিশ মাছ রপ্তানির জন্য কেউ কোনো কাগজপত্র তাদের দপ্তরে জমা দেয়নি। তাই ইলিশবাহী ট্রাক বন্দরে আটকে আছে।

ইলিশের কোনো চালান ছাড় না হওয়ার সত্যতা নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট কাস্টম কার্গো সুপার নাসিদুল হক বলেন, ‘ইলিশ মাছের কোনো ট্রাক আমাদের রিপোর্ট করেনি। ইলিশ রপ্তানির কাগজপত্র সোমবার সকালে দাখিল করা হবে বলে জানতে পেরেছি। কাগজপত্র পেলে পণ্য চালানটি ছাড় দেয়া হবে।’

ইলিশের রপ্তানিকারক প্রতিষ্ঠান ঢাকার গাজীপুরের একুয়াটিক রিসোর্ট লিমিটেড। আমদানিকারক ভারতের কলকাতার নাজ ইমপেক্স প্রাইভেট লিমিটেড।

রপ্তানিকারক প্রতিষ্ঠানের বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট এমি এন্টারপ্রাইজের প্রতিনিধি মহিদুল হক জানান, আজ রবিবার বিকালে আমরা এক ট্রাক মাছ হাতে পেয়েছি। রাতের মধ্যে আরো ৫ ট্রাক মাছ আসার সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে মাছ রপ্তানির প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমে জমা দেব আমরা। তারপর মাছ ভারতে যাবে।’

ভারত ও বাংলাদেশের কাস্টম থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশ যাচ্ছে কলকাতায়। সিঅ্যান্ডএফ এজেন্ট জানান, প্রতি কেজি ইলিশ ৬ ডলার মূল্যে রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশি টাকা প্রতি কেজির দাম পড়ছে ৫০০ টাকা।

গত প্রায় সাত বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পর ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় সরকার। এবার পূজা উপলক্ষে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয়।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :