এক সপ্তাহ পেছালো শিল্পী সমিতির নির্বাচন

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৪

আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পঞ্চম বার্ষিকী নির্বাচন। শেষ ঘোষণা এমনই ছিল। কিন্তু পিছিয়ে গেছে সেই তারিখ। এক সপ্তাহ পিছিয়ে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে ২৫ অক্টোবর। গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও বর্তমানের নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব সামলাবেন।

নির্বাচনের তারিখ পেছানোর কারণ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আগামী ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে অনেকদিন ধরে আমি এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি। প্রতিবছরই এই সময়ে আমার বেশ ব্যস্ততা থাকে। তাই কমিশনের অন্যদের সঙ্গে আলোচনা করে সম্মিলিতভাবেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে ২৫ তারিখ নির্ধারণ করা হয়েছে।’

পঞ্চম বার্ষিকী নির্বাচনে অংশ নেয়ার জন্য আজ সোমবার থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারছেন সব প্রার্থীরা। এবারের নির্বাচনের জন্য ইতোমধ্যে দুটি প্যানেল চূড়ান্ত হয়েছে। একটি হচ্ছে খল অভিনেতা মিশা সওদাগর ও চিত্রনায়ক জায়েদ খানের প্যানেল। তারা যথাক্রমে আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এবারের নির্বাচনেও তাদের প্যানেল থেকে মিশা সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদক পদে লড়বেন।

অন্যদিকে চিত্রনায়িকা মৌসুমী ও অভিনেতা ডিএ তায়েবের সমন্বয়ে তৈরি হয়েছে দ্বিতীয় প্যানেলটি। এই প্যানেলে মৌসুমী সভাপতি ও ডিএ তায়েব সাধারণ সম্পাদক পদে লড়বেন। এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে সুপারস্টার নায়ক শাকিব খানেরও নির্বাচন করার কথা ছিল। তবে মৌসুমীর সম্মানে তিনি নাকি তার সিদ্ধান্ত বদল করেছেন। ‘বড় বোনের’ প্রতিদ্বন্দ্বী হচ্ছেন না বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় বিজ্ঞাপন শাকিব।

এদিকে এবারই প্রথম নির্বাচন করছেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি বলেন, ‘প্রথমবারের মতো নির্বাচন করছি। অনেকদিন ইন্ডাস্ট্রির সঙ্গে রয়েছি। বাংলা চলচ্চিত্র ইতিহাসের নানা অধ্যায়, নানা সময় আমি প্রত্যক্ষ করেছি। নির্বাচনে জয়ী হলে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবার প্রত্যাশা পূরণের চেষ্টা করবো। কয়েকজন মাত্র নির্বাচিত হবেন। কিন্তু সিনেমার জন্য কাজ করতে হবে আমাদের সবাইকে। সেই আহ্বান রইল। আশা করি, সুষ্ঠু একটি নির্বাচন হবে।’

বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘সবার অনুরোধে আবারও নির্বাচন করতে যাচ্ছি। গত দুই বছর শিল্পী সমিতির যে কার্যক্রম ছিল তাতে সবার প্রশংসা পেয়েছি। সবার ভালোবাসায় এই সংগঠনকে আরও এগিয়ে নিতে চাই। গতবার অনেক কাজ আমরা পুরোপুরি শেষ করতে পারিনি। এবার জয়ী হলে সেগুলো শেষ করবো। এবার সভাপতি পদে মৌসুমীও নির্বাচন করছেন। তার জন্য শুভকামনা রইল।’

ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :