ধর্ষণ মামলায় রিহাবের দুই পরিচালক কারাগারে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৬ | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩০

চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে অফিসে এনে ধর্ষণের অভিযোগের মামলায় রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দুই পরিচালককে কারাগারে পাঠিয়েছে আদালত।

জামিনের আবেদন নামঞ্জুর করে সোমবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

আসমিরা হলেন- রিহ্যাব পরিচালক মো. শাকিল কামাল চৌধুরী ওরফে মো. শাকিল কামাল চৌধুরী (৫২) ও ইঞ্জিনিয়ার মো মহিউদ্দিন শিকদার (৫০)।

এদিকে শুনানিকালে বিচারক মামলাটিতে আসামিদের রিমান্ড না চাওয়ায় অসন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ‘বুঝলাম না কেন, রিমান্ড চাইল না?’ জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান বলেন, ‘হয়তো পুলিশ পরে রিমান্ড চাইবে।’

শুনানিতে আসামিপক্ষে আইনজীবী মো. জাহিদুল ইসলাম কাদির জামিন আবেদনের শুনানি করেন। যা আদালত নাকচ করেন।

এর আগে ধানমন্ডি মডেল থানার ইন্সপেক্টর মো. আশফাক রাজীব হাসান আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, বদিনীর বাড়ি চাঁপাইনাবাবগঞ্জ। আসামি শাকিলের সঙ্গে তার ৭/৮ মাস আগে ফেসবুকে পরিচয় হয়। বাদিনী আসামি শাকিলকে একটি চাকরির কথা বললে তিনি বাদিনীকে ঢাকায় আসতে বলেন। সে অনুযায়ী বাদিনী ঢাকায় আসেন এবং আসামির কথা মতো গত ২৬ সেপ্টেম্বর সাড়ে ৩টার বাদিনী ধানম-ির রোড নং-১৩, বাড়ি নং-৮, ফ্ল্যাট নং-ই/বি রিহাবের অফিসের উত্তর পূর্ব পাশের কক্ষে আসেন। তখন সেখানে আসামি শাকিল ও মহিউদ্দিন ছিলেনন। তখন বাদিনী কিছু বুঝে ওঠার আগেই আসামি মহিউদ্দিন সোফার উপর বাদিনীকে ধর্ষণ করেন। ওই সময় আসামি শাকিল বাদিনীর হাত ও মাথা ধরে রাখে এবং আসামি মহিউদ্দিন ধর্ষণের পর আসামি শাকিল তাকে ধর্ষণ করেন। ধর্ষণের পর আসামিরা তাকে বিভিন্ন ধরনের হুমকি দেন। এরপর আসামি শাকিল বাথরুমে গেলে বাদিনী আসামি মহিউদ্দিনকে ধাক্কা দিয়ে দৌড়ে দরজা খুলে পালিয়ে আসেন।

এদিকে সোমবার দুপুরে ধর্ষিতার ফরেনিসক পরীক্ষা সম্পন্ন হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল মেডিকেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী ডা. বিলকিস বেগম। প্রাথমিকভাবে ওই নারী যে গণধর্ষণের শিকার হয়েছেন তার আলামত পাওয়া গেছে বলে তিনি জানান। এছাড়া ধর্ষকদের চিহ্নিত করার জন্য ওই নারীর পরনের কাপড়-চোপড় ডিএনএ’র জন্য নেয়া হয়েছে বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :