জগন্নাথে ৯৫ ডোনারকে বাঁধনের সংবর্ধনা

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৩

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস

‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাধঁন’ এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটের ত্রয়োদশ ডোনার সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে ৯৫ জন ডোনারকে আজীবন ও সাধারণ সংবর্ধনা দেয়া হয়।

সোমবার সকালে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের নেতৃত্বে আনন্দ র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং বিকাল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়।

ডোনার সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সকাল সাড়ে দশটায় প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান আনন্দ র‌্যালিটি উদ্বোধন করেন। র‌্যালিটি প্রশাসনিক ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এসে শেষ হয়।

বাধঁন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি নেওয়াজ শরীফ টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম ভূঁইয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী রেজিস্ট্রার ওহিদুজ্জামান। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম আমিনুল হক।

এসময় বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের বিভিন্ন শিক্ষক উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি, জোনাল প্রতিনিধি, জবি ইউনিটের কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বাধঁন ইউনিটের কর্মীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/আইএইচ/জেবি)