‘সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে কাজ করতে হবে’

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৫

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘ভালোকে গ্রহণ আর খারাপকে পরিহার করে আমাদের সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। সুশিক্ষায় শিক্ষিত করে সমাজ থেকে বেকার সংখ্যা কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

তিনি বলেন, ‘স্বপ্নের বাংলাদেশ উন্নয়নের এ যাত্রাকে অব্যাহত রাখতে সর্বস্তরের দেশবাসীকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি সোমবার বিকালে আনোয়ারার পিএবি সড়ক কালাবিবি’ দিঘীর উত্তর পাশে ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে সাংগঠনিক কার্যক্রমের উপর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘চাঁদাবাজি, টেন্ডারবাজি, প্রশাসনের প্রশ্রয়ে ভোটচুরির সাহায্যেই আজ আওয়ামী লীগ এতবড় সংগঠন হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাহাবা কুঁড়িয়েছিলেন, আজ বুঝতে পারছেন তারা গলার কাঁটা হয়েছে।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি এমরান চৌধুরীর সভাপতিত্বে ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা ও যুগ্ম দপ্তর সম্পাদক সাহাদাত হোসেন।

এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ আরো বলেন, গত নির্বাচনে জনগণ আমরা কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। আগামীতে সকলকে সজাগ থাকতে হবে। জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে।’

বক্তব্য রাখেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাসুদ রানা জুয়েল, এনডিএম দক্ষিণ জেলার সদস্য সচিব ইকবাল হোসেন, আনোয়ারা উপজেলার আহবায়ক আরিফ মঈন উদ্দিন, সদস্য সচিব মো. জালাল, কর্ণফুলী উপজেলা এনডিএম’র সহসভাপতি আলাউদ্দিন, বাঁশখালী উপজেলা এনডিএম নেতা কাউসার আলম, কর্ণফুলী উপজেলা এনডিএম নেতা নুরুল আলম প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :