বড় প্রকল্পে অর্থের নড়চড় স্বাভাবিক: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৬ | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৮
ফাইল ছবি

বড় প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে অর্থের অপব্যবহার হওয়াটা স্বাভাবিক বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পদ্মা সেতু, মেট্রো রেলের উদাহরণ টেনে তিনি বলেন, ‘বৃহৎ এসব প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের অভিজ্ঞতা ছিল না। এসব প্রকল্পে তাই কিছুটা অর্থের অপব্যবহার বা নড়চড় হবে। এটাকে স্বাভাবিক ধরে নিতে হবে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ অন্য দেশেও এ রকমই হয়েছে।’

সোমবার শেরেবাংলানগর পরিকল্পনা কমিশনে নিজ দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেন্সজে তেরিংকের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু, কর্ণফুলি টানেল কিংবা মেট্রোরেলের মতো মেগা প্রকল্প আমাদের স্বপ্ন। এসব প্রকল্পের কাজ শেষ হলে দেশের প্রবৃদ্ধি অনেক বেড়ে যাবে। কেবল পদ্মা সেতু থেকেই এক শতাংশ প্রবৃদ্ধি বেশি হবে।’

বাংলাদেশ ক্রমাগতভাবে অর্থনৈতিক উন্নতি করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরে আমরা ৮ দশমিক ২৫ শতাংশ থেকে ৮ দশমিক ৩০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির প্রত্যাশা করছি, যা ২০২৪ সালে ১০ শতাংশে পৌঁছাবে।’

‘বিশ্বে যে কয়েকটি দেশের রপ্তানি আয় অতি দ্রুত বাড়ছে, এর মধ্যে বাংলাদেশ একটি। এ ক্ষেত্রে অগ্রসরমাণ অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।’

মুস্তফা কামাল বলেন, ‘সব মিলিয়ে বিশ্ববাণিজ্যে বাংলাদেশ এখন ৪২তম বড় রপ্তানিকারক দেশ। অন্যদিকে আমদানিতে বাংলাদেশের অবস্থান ৩০তম। তাই বলতে পারি বিনিয়োগের জন্য বাংলাদেশ অত্যন্ত সুন্দর এবং অপার সম্ভাবনার দেশ। দক্ষিণ এশিয়ার মধ্যে সব চেয়ে ভালো বিনিয়োগ পরিবেশ আমাদের।’

জলবায়ু পরির্তনজনিত সমস্যা বাংলাদেশের জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে কামাল বলেন, ‘অথচ এই সমস্যার জন্য আমরা দায়ী নই, আমরা কার্বন নিঃসরণ করি না। ভারত, চীনসহ কয়েকটি দেশ কার্বন নিঃসরন করে অথচ এর ভুক্তভোগী আমরা।’

রোহিঙ্গা ইস্যু নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ইইউ বিশ্বাস করে রোহিঙ্গাদের জন্মস্থান রাখাইন স্টেটে তাদের চলে যেতে হবে।এই বিষয়ে শক্তিশালী ভূমিকা রাখবে তারা।’ রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যেতে ইইউ কাজ করবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং অফিসারদের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক প্রশিক্ষণ

ইসলামী ব্যাংকের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

বাপেক্স ও এস.সি ইউরো গ্যাস সিস্টেমস এস.আর.এল রোমানিয়ার মধ্যে চুক্তি

সোনার দাম কমলো ভরিতে ২১৩৯ টাকা

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর নতুন ৫টি কালেকশন বুথের উদ্বোধন

ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন নুরুল ইসলাম মজুমদার

প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু জাফর

সোনালী লাইফের অফিস ভাড়াকে ভবনের ক্রয়মূল্যের অগ্রিম পরিশোধ দেখানোর দাবি

ভ্যাট ফাঁকি বন্ধ করতে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ডিভাইস বসানোর উদ্যোগ নেওয়া হবে: অর্থ প্রতিমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :