পটুয়াখালীতে গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৮

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের দায়ে পটুয়াখালীর কলাপাড়ার ফেরদৌস হাওলাদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে পটুয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল করিম এ রায় দেন।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী কমল দত্ত মামলার বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জের ধরে কলাপাড়া উপজেলার নওয়াপাড়ায় ২০১৩ সালের ৪ আগস্ট স্বামী ফেরদৌসের হাতে খুন হয় সাত মাসের অন্তঃসত্ত্বা আয়েশা বেগম। এ ঘটনায় আয়েশার বাবা ইউনুচ হাওলাদার বাদী হয়ে স্বামী ফেরদৌস, আয়েশার শ্বশুর আব্দুল খালেক, শাশুড়ি রোকেয়া বেগমসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। ওই বছরের ১০ অক্টোবর পুলিশের এসআই শহিদুল ইসলাম ফেরদৌসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে প্রধান আসামি ফেরদৌস আদালতে হাজির হলে তাকে জেলে পাঠানো হয়। আদালত ওই মামলায় ১৮ জনের সাক্ষী গ্রহণ করে ফেরদৌসকে দোষী সাব্যস্ত করে সোমবার দুপুরে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এলএ)