ছয় দশকেও জাতীয়করণ হয়নি তাড়াশের পাইলট বিদ্যালয়

শায়লা পারভীন, তাড়াশ (সিরাজগঞ্জ)
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৯, ০৮:১৬

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের একমাত্র বিদ্যাপিঠ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি ৫৮ বছর পার করেছে। এই বিদ্যালয় থেকে প্রতিবছর অজস্র শিক্ষার্থী পড়ালেখা শেষে উচ্চশিক্ষায় প্রবেশ করছেন। কিন্তু প্রতিষ্ঠার ছয় দশক পার হতে চললেও বিদ্যালয়টি জাতীয়করণ হয়নি। দীর্ঘদিনের দাবির পরও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানটি সরকারীকরণ না হওয়ায় হতাশা ঝরেছে স্থানীয় বিভিন্ন মহলের কণ্ঠে।

জানা যায়, তাড়াশ উপজেলা পৌর শহরে ১৯৬২ সালে স্থাপিত হয় তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। ১৯৮৪ সালে এমপিওভূক্তির আওতায় এলেও সরকারীকরণ হয়নি। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণ হোক। তবে তাদের সে দাবি পূরণ হয়নি।

স্থানীয়রা জানান, বিদ্যালয়টি ৮৬ শতক জায়গার ওপর নির্মিত একটি তিনতলা ভবন, একটি দুইতলা ও একটি একতলা ভবনও রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ বা ভবন, মাল্টিমিডিয়া ক্লাসরুম,আধুনিক বিজ্ঞানাগার, মানসম্মত পাঠাগার এবং চিত্তবিনোদনের জন্য বিনোদন সামগ্রীসহ রয়েছে মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা। তারপরেও পুরাতন এই বিদ্যালয়টি জাতীয়করন না হওয়ায় হতাশা আর ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসি।

তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর উপজেলা ও জেলা পর্যায়ে অনেকবার বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের খ্যাতি অর্জন করেছে। বর্তমানে ওই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ছয়শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষকের সংখ্যা ২৩ জন ও অন্যান্য কর্মচারী মিলে ৩১জন কর্মরত রয়েছেন। তাছাড়া উপজেলার মধ্যে প্রথম ডিজিটাল বিদ্যালয় তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।

তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির মো. জাকির হোসেন বলেন, ‘এই শিক্ষা প্রতিষ্ঠানটি পড়ালেখা,শিক্ষা-সাংস্কৃতিক কর্মকান্ডে এগিয়ে রয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতীয়করণের দাবি সংবলিত আবেদনও দিয়েছিলেন।’

এ বিষয়ে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো.আব্দুল আজিজ বলেন, ‘তাড়াশ সদরের দীর্ঘদিনের পুরাতন একমাত্র বিদ্যালয়। আর এ বিদ্যালয়টি সরকারীকরনের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর আবেদন জানানো হয়েছে।’

তিনি বলেন, ‘এই শিক্ষা প্রতিষ্ঠানটি পড়ালেখা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে বছরের পর বছর অবদান রাখছে। বিদ্যালয়টি সরকারীকরন করা হবে।’

(ঢাকাটাইমস/০১অক্টোবর/প্রতিনিধি/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :