গাজীপুরে ডাকাতের হামলায় গৃহকর্তা খুন

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৯, ০৯:২৪
শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল

গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রউফ নামে এক ব্যক্তি খুন হয়েছেন। স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন স্ত্রী। লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত আব্দুর রউফ দক্ষিণ সালনা এলাকার আকবর আলীর ছেলে।

স্বজনদের বরাত দিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তানভির আহমেদ জানান, রাত আড়াইটার দিকে ১০-১২ জন ডাকাত মুখে গামছা বেঁধে দক্ষিণ সালনা এলাকার আব্দুর রউফের বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা গৃহকর্তার ছেলের ঘরের ঢুকে অস্ত্র দেখিয়ে মুখে চোখ, হা-পা বেঁধে গৃহকর্তা আব্দুর রউফের ঘরে ঢুকে। আব্দুর রউফ বাঁধা দিলে ডাকাতরা ধারালো অস্ত্রের আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। স্বামীকে বাঁচাতে গেলে হামলায় আহত হন আব্দুর রউফের স্ত্রী মাজেদা বেগম। পরে ডাকাতরা ঘরের ভেতরে রাখা স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফি জানান, এটি ডাকাতির ঘটনা না অন্য কিছু তা তদন্ত করে দেখা হচ্ছে। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

ঢাকাটাইমস/১অক্টোবর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :