আলোচিত পল্টন ও মতিঝিল থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৯, ২০:৫২

ধর্ষণের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া পল্টন থানার ওসি মাহমুদুল হকের জায়গায় দায়িত্ব পেলেন ভাটারা থানার ওসি মো. আবু বকর সিদ্দিক।

অন্যদিকে ক্লাবপাড়ায় ক্যাসিনো নিয়ে সমালোচনা ছিল মতিঝিল থানাকে ঘিরে। কারণ থানা লাগোয়া ক্লাবগুলোতে দীর্ঘদিন ধরে অবৈধ ক্যাসিনো চললেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সেখানেও নতুন ওসি নিয়োগ দেয়া হয়েছে।

মতিঝিল থানার ওসি মো. ওমর ফারুককে থানা থেকে সরিয়ে পাঠানো হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগে। আর কলাবাগান থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে আনা হয়েছে মতিঝিলে।

মঙ্গলবার পুলিশ সদরদপ্তর থেকে এসব বদলির আদেশ জারি করা হয়।

চাকরি দেওয়ার কথা বলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে সোমবার পল্টন থানার ওসিকে সাময়িক বরখাস্ত করা হয়। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে। বরখাস্ত হওয়ার একদিন পরই তার জায়গায় নতুন ওসি দেয়া হলো।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকার মতিঝিল এলাকায় বেশ কয়েকটি ক্রীড়া ক্লাবে র‌্যাবের অভিযানে অবৈধভাবে ক্যাসিনো চালানোর ঘটনা ধরা পড়ে। অথচ পুলিশের এ ব্যাপারে কোনো পদক্ষেপ না থাকায় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দেয় জনসাধারণে মাঝে।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :