জয়পুরহাটে চলন্ত ট্রেনে গরম পানি নিক্ষেপ, চালক আহত

জযপুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৯, ০৮:৪০
গরম পানি ছুড়ে মারার অভিযোগে আটক চা বিক্রেতা

জয়পুরহাটে চলন্ত ট্রেনে গরম পানি নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির চালক আহত হয়েছেন। এতে জয়পুরহাট স্টেশনের অদূরে ২০ মিনিট ট্রেনটি আটকে থাকে।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক চা বিক্রেতাকে আটক করেছে জিআরপি পুলিশ। আটক চা বিক্রেতা বিপ্লব সাহা জেলা শহরের শান্তি নগর এলাকার হরিপদ সাহার ছেলে।

জয়পুরহাট রেল স্টেশন মাস্টার হাবিবুর রহমান ঢাকাটাইমসকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী নীলসাগার আন্তঃনগর ট্রেন জয়পুরহাটে যাত্রা বিরতির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি শহর অতিক্রম করার সময় স্টেশনের অদূরে হকার্স মাকের্ট এলাকায় আসা মাত্র চালককে লক্ষ্য করে গরম পানি নিক্ষেপ করা হলে চালক শহিদুল ইসলাম আহত হন। এ সময় পাশে থাকা দ্বিতীয় চালক চলন্ত ট্রেনটি বন্ধ করে আহত চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই ট্রেনেই পাবর্তীপুর রেল হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে নিয়ে যান। এ সময় নীলসাগর ট্রেন জয়পুরহাটে প্রায় ২৫ মিনিট আটকে থাকে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান স্টেশন মাস্টার।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :