উপাচার্যের পদত্যাগ দাবিতে জাবিতে ধর্মঘট

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৯, ১১:১০

উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট পালন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’- এর ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা পূর্বঘোষিত দুই দিনের ধর্মঘটের প্রথম দিনের কর্মসূচি পালন করছেন। কর্মসূচি চলবে বিকাল চারটা পর্যন্ত।

বুধবার সকাল ভোর পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল অবরোধের মাধ্যমে ধর্মঘট শুরু করেন আন্দোলনকারীরা। এসময় পরিবহন পুল থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন বের হতে দেয়নি। এতে ঢাকা থেকে শিক্ষক- কর্মকর্তাদের অধিকাংশই ক্যাম্পাসে আসতে পারেননি।

পরে সকাল সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করেন তারা। ফলে অফিস কক্ষে প্রবেশ করতে পারেননি কর্মকর্তা- কর্মচারীরা। এতে স্থবির হয়ে পড়ে প্রশাসনিক কার্যক্রম।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এখন পর্যন্ত নিজ কার্যালয়ে আসেননি।

অবরোধ চলাকালে পূর্বনির্ধারিত কোনো পরীক্ষা ছাড়া সবধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এমনকি নতুন করে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। পাশাপাশি তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবেন বলে জানিয়েছেন।

এদিকে উপাচার্যপন্থী শিক্ষকদের পক্ষ থেকে বেলা ১১টায় ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারীদের চিহ্নিত করে দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করবেন। একই ব্যানারে আগামীকাল দিনব্যাপী উপাচার্যের পক্ষে জনসংযোগ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন উপাচার্যপন্থী শিক্ষকরা।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :