খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৯, ১৮:৫৯

ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ২-০ গোলে ডিক্রিরচর ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কৈজুরী ইউনিয়ন একাদশ। পরে বিজয়ী দলের হাতে গোল্ডকাপ ও দুই লাখ টাকার চেক ও রানার্সআপ দলকে এক লাখ টাকার চেক প্রদান করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার বিকালে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলীমুজ্জামান, পৌরসভার মেয়র শেখ মাহতাব আলি মেথু, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি খদকার নাজমুল হাসান লেভী, সাধারণ সম্পাদক বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ প্রমুখ।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় কৈজুরী ইউনিয়ন একাদশ ও ডিক্রিরচর ইউনিয়ন একাদশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। খেলায় উভয় দলেই স্থানীয় খেলোয়াড়দের সাথে বিদেশি খেলোয়াড়রা অংশ নেন।

এদিকে টুর্নামেন্টের চূড়ান্ত খেলা উপভোগ করতে স্টেডিয়ামে জড়ো হন বিপুলসংখ্যক ক্রীড়ানুরাগী। বিভিন্ন বয়সের ক্রীড়ামোদীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল শেখ জামাল স্টেডিয়ামের গ্যালারি।

(ঢাকাটাইমস/২অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :