কাগজ ঠিক থাকলে ফুলেল শুভেচ্ছা, নয়তো মামলা

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৯, ২১:২৫

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠিতে সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। বুধবার দুপুরে শহরের গাবখান টোলপ্লাজা এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

বিশেষ অভিযানে মোটরসাইকেল ও যানবাহন তল্লাশি করে হেলমেট ও কাগজপত্র বিহীন চালকেদের বিরুদ্ধে মামলা দেয়া হয়। এ সময় যাদের কাগজপত্র সঠিক এবং হেলমেট মাথায় আছে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার।

দুর্গাপূজা চলাকালে সড়কের শৃঙ্খলা রক্ষার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।

পুলিশের এ অভিযানে ঝালকাঠি সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক আল-মামুন, হাবিবুর রহমান, আদেল আকবর ও সদর থানার পরিদর্শক (ওসি অপারেশন) মুরাদ আলীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :