শিশুকে মারধরে ইতালিতে বাংলাদেশি গ্রেপ্তার

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০১৯, ১৪:৩৫

ইতালির পাদোভায় শিশুকে মারধরের অভিযোগে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ইমামের নাম জানা না গেলেও তিনি বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ২৩ বছর বয়সী ওই ইমাম বাংলাদেশ নাগ‌রিক। পা‌দোভা ইসলা‌মিক কালচারাল সেন্টার না‌মে মস‌জি‌দে শিশু‌দের কোরআন শরীফ পড়াতেন তি‌নি। প্র‌তিষ্ঠান‌টি‌তে ইতালীয় বাংলা‌দেশি শিশুও কোরআন শিক্ষা নি‌তে যায়। পাঁচ থেকে দশ বছর বয়সী‌ কয়েকজন শিশু‌কে পড়াবার সময় তাদের পেটানোর অভিযোগ ওঠে ওই ইমামের বিরুদ্ধে।

পুলিশ জানায়, আটক ইমাম‌কে আদাল‌তে হা‌জির করা হ‌বে। তবে তার নাম ও প‌রিচয় এখ‌নো প্রকাশ ক‌রা হয়নি। তার বাড়ি নরসিংদীতে বলে জানা গেছে।

পাদোভার মেয়র সার্জিও গিওরদানি বলেন, ‘শিশুদের মারধর করা উচিত নয়। এটা বন্ধ করে আমাদের ইতিবাচক পরিবর্তন আনতে হবে।’

কয়েকজন প্রবাসী জানান, ইসলামিক সেন্টার‌টি এখানকার প্রবাসী বাংলা‌দেশিদের উ‌দ্যো‌গেই প্র‌তি‌ষ্ঠিত।

ঢাকাটাইমস/৩অক্টোবর/কমরেড/এমআর

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :