কাল শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০১৯, ১৬:২১

বিদেশে উচ্চ শিক্ষা নিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আগ্রহীদের তথ্যপ্রাপ্তি ও সহযোগিতায় শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে ৫ম আন্তর্জাতিক শিক্ষা মেলা।

রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আন্তর্জাতিক এডুকেশন এক্সপো-২০১৯ নামের মেলাটির উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রিমিয়ার ব্যাংকের সহযোগিতায় ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাকড-ক্যাব) এই মেলার আয়োজক।

ফ্যাকড-ক্যাবের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি জানান, ৫ম বারের মতো শিক্ষা মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় প্রবেশের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের কোনও ফি লাগবে না।

হ্যাপি বলেন, ‘বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে আন্তর্জাতিক শিক্ষামেলায় কথা বলার সুযোগসহ, স্পট এডমিশন, বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড় থাকবে।এছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তির সুযোগও থাকছে।’

তিনি আরও বলেন, ‘২০১০ সাল থেকে শিক্ষামেলায় অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, লাটভিয়া, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।’

আয়োজক কমিটির সমন্বয়ক ও সানজেন ইন্টারন্যাশনালের সিইও মনিরুল হক বলেন, ‘গত বছর চার হাজারের বেশি আগ্রহী শিক্ষার্থী শিক্ষামেলায় অংশ নিয়েছিলেন। এবারও আগ্রহী শিক্ষার্থীরা পছন্দের বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং ভর্তির যোগ্যতা ভিসা প্রসেসিংসহ বিভিন্ন তথ্য জানতে পারবেন।’

দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের নামিদামি সব এডুকেশন কনসালটেন্ট এজেন্সিও মেলায় অংশ নিচ্ছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/টিএ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :