পঞ্চগড়ে ছয় দফা দাবি ক্ষুদ্র চা চাষিদের

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০১৯, ১৯:৪৬

পঞ্চগড়ে কাঁচা চা পাতার মূল্য বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে আবারও মানববন্ধন করেছেন ক্ষুদ্র চা চাষিরা। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশন, পঞ্চগড় কমিটির ডাকে জেলার শহরের শেরে বাংলা পার্কে এই মানববন্ধন হয়।

দাবিগুলো হলো- কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করা, জেলায় সরকারিভাবে চা কারখানা স্থাপন, বিদেশ থেকে অবাধে চা আমদানি নিরুৎসাহিত করা, ভারত থেকে শুল্কমুক্ত চা প্রবেশাধিকার না দেয়া এবং অবৈধভাবে চা প্রবেশ বন্ধ করা, উত্তরাঞ্চলে চা শিল্পে বিশেষ ভূর্তুকি প্রদান, জেলায় দেশের তৃতীয় অকশন মার্কেট স্থাপন করা এবং পঞ্চগড়ে আঞ্চলিক টি বোর্ড কার্যালয়ে অভিজ্ঞ কারিগরি দক্ষতাসম্পন্ন জনবল নিয়োগ করা।

এতে বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি আবু বক্কর ছিদ্দিক, সহসভাপতি এবিএম আকতারুজ্জামান শাজাহান, পরিচালক মো. মতিয়ার রহমান, কাজী আল তারিখসহ ক্ষুদ্র চা চাষিরা বক্তৃতা করেন।

এতে জেলার পাঁচ উপজেলার প্রায় পাঁচশত ক্ষুদ্র চা চাষি অংশ নেন।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :