‘মানবাধিকার রক্ষায় বাংলাদেশকে উজ্জ্বলতর অবস্থানে নিয়ে যেতে চাই’

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০১৯, ২১:২৬

মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নাছিমা বেগম বলেছেন, ‘বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বর্হিবিশ্বে বাংলাদেশের যে অবস্থান আছে, তাতে জাতিগতভাবে আমরা মানবাধিকার রক্ষায় কাজ করে বাংলাদেশকে উজ্জ্বলতর অবস্থায় নিয়ে যেতে চাই।’ তিনি আরো বলেন, ‘মানবাধিকার রক্ষায় আমরা পুরানো কমিশনের সাথে মতবিনিময় করেছি। তারা যে লক্ষ্য নিয়ে কাজগুলো করেছেন, যেভাবে তারা এগিয়েছিলেন সেই ধারাবাহিকতায় কাজ আরো বেগবান করা হবে। আগামী ৭ সেপ্টেম্বর আমাদের প্রথম সভা হবে, সেখানে কমিশনের আরাধ্য কাজগুলো কিভাবে সম্পাদন করা হবে- তা ঠিক করা হবে।’

বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় মানবাধিকার কমিশনের সদস্যবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :