চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ | ০৪ অক্টোবর ২০১৯, ১১:৪৭ | আপডেট: ০৪ অক্টোবর ২০১৯, ১৫:২৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে আলাউদ্দিন মন্ডল ওরফে আলা নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ছয়টার দিকে চুয়াডাঙ্গা-গাইদঘাট সড়কের বনানিপাড়া রেল গেটের অদূরে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন সদর উপজেলার গাইদঘাট দক্ষিণপাড়ার মিনাজ উদ্দিন মন্ডলের ছেলে।

নিহতের পরিবারের লোকজন জানায়, সকাল ছয়টার দিকে চুয়াডাঙ্গার উদ্দেশে বাড়ি থেকে বের হন আলাউদ্দিন। চুয়াডাঙ্গা-গাইদঘাট সড়কের বনানিপাড়ার অদূরে রেল গেটের কাছে পৌঁছলে খুলনা থেকে গোয়ালন্দের উদ্দেশে ছেড়ে আসা নকশিকাঁথা মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জালাল উদ্দীন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/৪অক্টোবর/এমআর