সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশ | ০৪ অক্টোবর ২০১৯, ১২:৫৭ | আপডেট: ০৪ অক্টোবর ২০১৯, ১৩:০০

ব্রাক্ষ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

আখাউড়া জংশন এলাকায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের বগি লাইচ্যুত হওয়ার আড়াই ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, সকাল সোয়া সাতটার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটির পেছনের দিকের চারটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে আখাউড়া রেলওয়ে জংশনের নিজস্ব প্রকৌশলীরা আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রেনের চাকাগুলো লাইনে উঠাতে সক্ষম হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপার মো. খলিলুর রহমান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে। এরপরই কারণ জানা যাবে।

ঢাকাটাইমস/৪অক্টোবর/এমআর