ভূঞাপুরে প্রথম নারী ইউএনও

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৭:২৬ | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৯, ১৬:৩৯

টাঙ্গাইলের ভূঞাপুরে এই প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন নাসরিন পারভীন। নবাগত নারী ইউএনও বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে যোগদান করেন।

তার এ যোগদানের সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, বিদায়ী নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, ভাইস-চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান আলিফ নুর মিনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানিয়ে নবাগত ইউএনও নাসরিন পারভীনকে স্বাগত জানান।

পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবাগত ইউএনও নাসরিন পারভীন এর আগে ২০১৮ সালের ২৮ অক্টোবর থেকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা ছিলেন। তিনি ২৯তম বিসিএসে রাজশাহী বিভাগে ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ভূঞাপুর তার দ্বিতীয় কর্মস্থল। তার স্বামী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাসরিন পারভীন লালমনিরহাট সদর উপজেলার সন্তান।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :