‘দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে’

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৯, ১৭:৩১

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান অভিযান অব্যাহত থাকবে। এতদিন যাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেত না, প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন। কিছু দুর্নীতিবাজ মানুষের কারণে সরকারের অর্জন বৃথা হয়ে যেতে পারে না। বঙ্গবন্ধু কন্যা কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করে দেশকে আজ উন্নয়ন ও অগ্রগতির দিকে নিয়ে গেছেন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’

মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত দুর্গাপূজায় সরকারি অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুধবার এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘মাধবপুরের বিভিন্ন স্থান থেকে যত্রতত্র বালু উত্তোলনের ফলে সোনাই ব্রিজ এখন হুমকির মুখে। গ্রামের সাধারণ রাস্তায় বালু পরিবহনের ফলে রাস্তা ভেঙে তছনছ হয়ে গেছে। তাই বালুদস্যুদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন তিনি।’

উপজেলা পরিষদ সভাকক্ষে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাননূভা নাশতারানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, ভাইস-চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান, তাজুল ইসলাম, চেয়ারম্যান ফারুক পাঠান, শফিকুর ইসলাম, আরিফুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল দাস, সেক্রেটারি লিটন রায়, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান প্রমুখ।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :