না.গঞ্জে সন্ত্রাসের আড়ালে ব্যবসায়ী-জনপ্রতিনিধি: এসপি হারুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৯, ২০:৪৯

নারায়ণগঞ্জের সন্ত্রাসের আড়ালে অনেকে ব্যবসায়ী ও জনপ্রতিনিধি হয়েছেন বলে মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেছেন, এই এলাকার মানুষের কল্যাণের জন্য যা যা করার দরকার তা করবে পুলিশ প্রশাসন।

আজ শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ আর কে দাস রোড এলাকায় শারদ উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শহরে মাদক, সন্ত্রাস না, চাঁদাবাজ থাকবে না বলে আশ^স্ত করে এসপি হারুণ নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে বলেন, ‘কোনো লোকের হুমকি-ধমকিতে ভয়ে পিছপা হবেন না। কারও হুমকি-ধমকিতে ব্যবসা নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে এমন কার্যক্রম নারায়ণগঞ্জে চালাতে দেয়া যাবে না।’

এসপি বলেন, ‘নারায়ণগঞ্জে অনেকেই আছেন সন্ত্রাসের আড়ালে ব্যবসায়ী নাম ধারণ করেছেন। কেউ বা আবার সন্ত্রাসের আড়ালে মানুষের প্রতিনিধি হয়েছেন। তার অর্থ এই নয় যে, ওই এলাকার মানুষ আপনাকে জিম্মাদার হিসেবে দিয়েছেন। এলাকার মানুষের সব ভালো কাজ করার জন্য যা যা করা দরকার পুলিশ প্রশাসন সেই সহযোগিতা করবে।’

সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে সন্ত্রাস-চাঁদাবাজিসহ নানা অভিযোগে বেশ কজন ব্যবসায়ী ও জনপ্রতিনিধির নামে মামলা হয়েছে। কাউকে কাউকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নারায়ণগঞ্জের প্রভাবশালী রাজনীতিক ও সাংসদ শামীম ওসমান পুলিশ প্রশাসনের প্রতি ক্ষুব্ধ। পুলিশ প্রশাসনের সঙ্গে তার টানাপোড়েন এখন প্রকাশ্য। একাধিক সমাবেশ করে তিনি পুলিশের সঙ্গে ‘খেলার’ হুমকিও দিয়েছেন।

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। তারপরেও সাম্প্রদায়িকতা সামনে টেনে আনা হয়। ধর্ম নিয়ে কখনো কখনো গুজব ছড়ানো হয়। এ কথা উল্লেখ করে এসপি হারুণ বলেন, ‘নারায়ণগঞ্জে সেটি হবে না। এটা হতে পারবে না। এই কারণে হবে না, নারায়ণগঞ্জে ধর্মে ব্যবহার করে অনেক সময় সংগঠন গড়ে উঠেছিল। কিন্তু এর অস্তিত্ব পাওয়া যায়নি।’

প্রজন্ম প্রত্যাশ্যা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুবাস সাহা, মনিরুল ইসলাম, সালেহ আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদির, সিটি কর্পোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, প্রজন্ম প্রত্যাশ্যা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ দেবনাথ, পূজা উদযাপন পরিষদের সুজন সাহা, বংশাল মন্দীর পূজা কমিটির ও পঞ্চায়ত কমিটির সভাপতি দুলাল রায়, নারায়ণগঞ্জ ট্রাক কভার্ড মালিক সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমুখ।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :