জাদেজার নতুন কীর্তি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৯, ২০:৫৪

নতুন বিশ্ব রেকর্ডে নিজের নাম লেখালেন ভারতের বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। শুক্রবার ২০০তম টেস্ট উইকেটের মালিক হলেন তিনি। দ্রুততম বাঁ-হাতি বোলার হিসেবে জাদেজা এই রেকর্ড গড়েন বিশাখাপত্তনমে।

৪৪তম ম্যাচে ২০০টি উইকেটের মালিক হলেন জাদেজা। শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ ৪৭তম টেস্ট থেকে ২০০টি উইকেট নিয়েছিলেন। কম ম্যাচ খেলে তাঁকে এ দিন ছাপিয়ে গেলেন ভারতের বাঁ হাতি এই স্পিনার।

ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তিন উইকেট তুলে নিয়ে ভারত সুবিধাজনক অবস্থায় ছিল। তৃতীয় দিনের সকালে ইশান্ত শর্মা বলে সাজঘরে ফিরেন প্রোটিয়া ব্যাটসম্যান বাভুমা। তারপরে সবাই ধরেই নিয়েছিলেন ভারতীয় বোলারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়বে দক্ষিণ আফ্রিকার ইনিংস। কিন্তু, গতদিনের অপরাজিত ব্যাটসম্যান এলগার দলকে লড়াইয়ে ফেরান। পরে কুইন্টন ডি কক এগিয়ে নিয়ে যান দক্ষিণ আফ্রিকাকে।

এলগার অবশ্য আগেই ফিরতে পারতেন। জাদেজার বলে তাঁর ক্যাচ নিতে ব্যর্থ হন ভারতীয় উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। সেই ক্যাচটি ধরতে পারলে আরও আগেই জাদেজার ২০০টি উইকেট হয়ে যেত। শেষ পর্যন্ত এলগার ১৬০ রান করেন। দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি এই ওপেনারই জাদেজার ২০০তম শিকার। স্কোয়ার লেগ বাউন্ডারিতে চেতেশ্বর পূজারা প্রোটিয়া ওপেনারের ক্যাচটি ধরেন।

শ্রীলংকার রঙ্গনা হেরাথ ৪৭টি ম্যাচে ২০০টি উইকেট নিয়েছিলেন, অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসনের খরচ হয়েছিল ৪৯টি ম্যাচ। মিচেল স্টার্ক ৫০টি ম্যাচে এই মাইলফলকে পৌঁছান। ভারতের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার বিষেণ সিংহবেদী এবং পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আকরাম ৫১টি ম্যাচে ২০০টি উইকেট নিয়েছিলেন। এবার জাদেজা সবাইকে ছাপিয়ে গেলেন বিশাখাপত্তনমে।

(ঢাকাটাইমস/৪ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :