মাদারীপুর আ.লীগ সভাপতির নামে ফেসবুকে ভুয়া আইডি

প্রকাশ | ০৪ অক্টোবর ২০১৯, ২২:৪০

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার নামে ফেসবুকে একটি ভুয়া আইডি খুলেছে অজ্ঞাত কোন ব্যক্তি। এই অভিযোগে শুক্রবার রাতে সদর থানায় সাধারণ ডায়েরি করে প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করেছেন তিনি।

অভিযোগে জানা গেছে, সম্প্রতি জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার ছবি ও দলীয় পদ ব্যবহার করে ‘সভাপতি মাদারীপুর জেলা আওয়ামী লীগ’ নামে ফেসবুকে একটি আইডি খুলেছে অজ্ঞাতনামা কোন ব্যক্তি বা গোষ্ঠী। যেখানে তার দলীয় পদ ও ব্যক্তিগত ছবি প্রফাইল ও কভার পেজে সংযুক্ত করেছে। সেই ফেসবুক আইডি দিয়ে আগামীতে তার ব্যক্তিগত ও দলীয় কার্যক্রম কলঙ্কিত করার আশঙ্কা করেছেন শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। ফলে তিনি শুক্রবার রাতে মাদারীপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা জানান, ‘আমার অনুমতি ছাড়া কোন স্বার্থন্বেষী মহল ব্যক্তিগত ছবি ও দলীয় পদ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আইডি খুলেছে এবং বিভিন্ন ব্যক্তিকে ম্যাসেজ পাঠাচ্ছে। এতে আমি বিব্রতবোধ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। দোষী ব্যক্তি বা গোষ্ঠীর কঠোর শাস্তিও দাবি করছি।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওহাব জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি। আমরা চেষ্টা করছি কে বা কারা এই কাজ করেছে তাদের শনাক্ত করার। দোষীদের ছাড়া দেয়া হবে না।’

(ঢাকাটাইমস/৪অক্টোবর/এলএ)