বেতন ও ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভের ডাক সাংবাদিকদের

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৯, ১১:০৬ | আপডেট: ০৫ অক্টোবর ২০১৯, ১৫:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বেসরকারি টেলিভিশন চ্যানেলে ঠিকমতো বেতন না দেওয়া ও কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ডেকেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শনিবার বেলা সাড়ে ১০টায় গুলশানের এস এ টেলিভিশনের সামনে এই কর্মসূচি পালনের ডাক দিয়েছে সংগঠনটি।

ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানান। বেসরকারি টেলিভিশন চ্যানেলে বেতন না দেয়ার সংস্কৃতি ও অনৈতিক ছাঁটাইয়ের প্রতিবাদে গুলশানে এই কর্মসূচি পালন করা হবে বলে ফেসবুক স্ট্যাটাসে জানান তিনি। প্রতিবাদে অংশ নিতে গণমাধ্যমকর্মীদের আহ্বান জানানো হয়।

ঢাকাটাইমস/৫অক্টোবর/এমআর