ভারতের মাটিতে খেলা খুবই কঠিন: ডিন এলগার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১১:৩৩ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৯, ১১:৩২

দলে প্রত্যাবর্তন ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। দ্রুততম ২০০তম টেস্ট উইকেটের মালিক হয়েছেন ভারতের আরেক বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। শুক্রবারে বিশাখাপত্তনমে তাঁরা তাদের স্পিন ঘূর্ণি দিয়ে যেভাবে বিপক্ষ দলের বাঘা-বাঘা সব খেলোয়াড়দের কুপোকাত করছিলেন, একইরকম ভাবে প্রশংসিত হয়েছেন প্রোটিয়া ব্যাটনম্যান ডিন এলগার। ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে ২৮৭ বলে ১৬০ রান সংগ্রহ করেছেন তিনি।

তৃতীয় দিনের শেষে সাংবাদিক বৈঠকে এলগারকে প্রশ্ন করা হয়, ভারতীয় পরিবেশে ব্যাট করার অনুভূতি কী রকম? এলগারের প্রশ্নের জবাবে বলেন, ‘ভারতের মাটিতে খেলা খুবই কঠিন। কাউন্টিতে সারের হয়ে খেলা আমাকে অনেক পরিণত করেছে। স্পিন খেলার অনেক শিক্ষা সেখান থেকে পেয়েছি।’

ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য ‘স্লগ’ করতে দেখা গিয়েছে তাঁকে। স্পিনারদের বিরুদ্ধে এভাবেই খেলতে পছন্দ করেন কী না? এমন প্রশ্নের জবাবে এলগার বলেন, ‘স্লগ করতে পছন্দ করি। বলতে পারেন, এটা আমার অন্যতম শক্তি। ভারতে টেস্ট খেলতে হলে ভয়ঙ্কর স্পিনারদের মুখোমুখি হতে হয়। তাদের জন্য বিশেষ অঙ্ক কষে রাখাও দরকার।’ কুইন্টন ডি ককের ইনিংসের প্রশংসা করে এলগার বললেন, ‘এই ইনিংস থেকেই হয়তো এক নতুন কুইনির (ডিকক) জীবন শুরু হল। ওর মতো প্রতিভাবান ক্রিকেটার কমই দেখেছি। আশা করি, সিরিজ জুড়ে এই ফর্ম চালিয়ে যাবে ও।’

(ঢাকাটাইমস/৫ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

আজ রাতে হাইভোল্টেজ মিলান ডার্বি, জিতলেই শিরোপা নিশ্চিত ইন্টারের

সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন অধিনায়ক বাবর আজম

এই বিভাগের সব খবর

শিরোনাম :