অশ্বিনকে নিয়ে মুখ খুললেন গাভাস্কার

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৯, ১৩:৪৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

দেশের মাটিতে ফিরেই জ্বলে উঠেছেন রবিচন্দ্রন অশ্বিন। শুক্রবার বিশাখাপত্তনমে ৪১ ওভার বল করে ১২৮ রানে পাঁচ উইকেট তাঁর ঝুলিতে। এই অভিজ্ঞ অফ-স্পিনারকেই বসিয়ে রাখা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে। ভারতীয় নির্বাচকদের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তাঁর মতে, অশ্বিনের সঙ্গে সুবিচার করেনি টিম ম্যানেজমেন্ট।

শুক্রবার ধারাভাষ্য দেওয়ার ফাঁকে অশ্বিন প্রসঙ্গে তিনি বলেন, ‘অশ্বিনকে আরও বেশি নিশ্চয়তা দেওয়া উচিত ছিল। কয়েকটি ম্যাচে অশ্বিনের খারাপ পারফরম্যান্সের অন্যতম কারণ টিম ম্যানেজমেন্টের ওর প্রতি অনাস্থা।ফলে সে স্বাচ্ছন্দ নিয়ে কাজ করতে পারেনি।’

যে কোনও বোলারই চায়, দল তাঁর উপর আস্থা রাখুক। আত্মবিশ্বাসের সঙ্গে তাঁর হাতে বল তুলে দিক। গাভাস্কর অশ্বিনকেও যেন সে ভাবেই সম্মান করার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, ‘দলের প্রত্যেকের আত্মবিশ্বাস ও আস্থার উপরে নির্ভর করে একজন বোলারের পারফরম্যান্স। যখন একজন বোলার এ ধরনের আস্থা থেকে বঞ্চিত হয়, যখন ভাবতে শুরু করে তাঁর উপর ভরসা রাখতে পারছে না দল, তখনই স্বাভাবিক বোলিংকে পিছনে রেখে অতিরিক্ত বৈচিত্র ব্যবহার করার প্রবণতা তৈরি হয়।’

বিদেশ সফরে টেস্ট সিরিজের সময় বারবার অশ্বিনকে অন্য দলের স্পিনারদের সঙ্গে তুলনা করা নিয়ে বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের সময় ওকে নেথান লায়নের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু এটা দেখতে হবে, লায়ন তো অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করছে না। একই রকম তুলনা হয়েছে ইংল্যান্ড সফরে মইন আলির সঙ্গেও। মইন যখন ছয় বা সাত উইকেট পেয়েছে, প্রশ্ন উঠেছে অশ্বিন কেন পাচ্ছে না। মনে হয়, এই ব্যবহারের পিছনে অন্য কিছু কাজ করছে।’

(ঢাকাটাইমস/৫ অক্টোবর/এআইএ)