বেতনের দাবিতে এসএ টিভি কর্মীদের অবস্থান কর্মসূচি

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৯, ১৬:১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বকেয়া বেতন পরিশোধ এবং নিয়ম-নীতির তোয়াক্কা না করে কর্মী ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন এসএ টিভির সাংবাদিকরা। এই আন্দেলনে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা।

শনিবার সকালে এসএ টিভি কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতের অংশ নিয়ে ঢাকা সাংবাদিক  ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য বলেন, ‘এর আগে দেশের খ্যাতনামা অনেক পত্রিকা সংবাদকর্মীদের বেতন নিয়ে গড়িমসি করেও পার পায়নি। এসএটিভির মালিকও পার পাবেন না। গত ১৫ দিন আগে আমি দেখা করেছি কিন্তু সালাউদ্দিন সাহেব কথা রাখেননি। আমি আগামী শনিবার পর্যন্ত  বিষয়টি  সুরাহা করার আহ্বান জানাচ্ছি।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ মালিকপক্ষের উদ্দেশে বলেন, ‘সাংবাদিকরা আপনাদের ব্যবসার ভাগ চায় না। তারা তাদের ন্যায্য অধিকার চায়। নিজের কাজের মূল্যটুকু বুঝে নিতে চায়।  সাংবাদিকদের দিনের পর দিন কাজ করিয়ে বেতন দেবেন না এটা কেমন কথা! আজ ন্যায্য অধিকার আদায়ে সাংবাদিক নেতারা এক জোট হয়েছেন। আমরা এক হয়ে আপনাদের রক্তচক্ষুকে বুঝিয়ে দেব সাংবাদিকরা অধিকার বুঝে নিতে পারে।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘আমার ভাইদের বেতন না দিয়ে সাম্রাজ্য গড়ে তুলবেন, সেটা সহ্য করা হবে না। আমি, আমার ইউনিয়ন এবং আমার সংবাদকর্মী ভাইয়েরা আপনাদের নীতিহীন আচরণের সঠিক জবাব দেব। আমরা চাই না আপনাদেরকে অপদস্ত করতে। কিন্তু আমাদেরকে বাধ্য করলে আমরা রাস্তায় নেমে এর সঠিক জবাব দেব।’

অবস্থান কর্মসূচির পর এসএ টিভির সিইও সৈয়দ সালাউদ্দিন জাকী সাংবাদিকদের মুখোমুখি হন। এসএ গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে বেতনভাতা বন্ধ হচ্ছে না তাহলে টিভি সাংবাদিক ও কর্মকর্তাদের কেন বেতন বকেয়া রাখা হচ্ছে-এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা সাত আট বছর ধরে টেলিভিশনটা চালাচ্ছি, কোনো ঝামেলা হয়নি। যে ঝামেলাটা হয়েছে সেটা তিন চার মাসের, সেটাও আমরা মিটিয়ে ফেলবো। বিষয়টা এমন নয় আমাদের একার সমস্যা। এই সময়ে অনেক টেলিভিশনের এমন সমস্যা আছে।’

সাংবাদিকদের চাকরিচ্যুতি করার অভিযোগ প্রসঙ্গে জাকি বলেন, ‘এটা প্রশাসনের বিষয়, আমি কিছু জানি না। বেতন বাকি আছে, সেটা আমরা দিতে বাধ্য এবং সে ব্যবস্থা নেব।’

অবস্থান কর্মসূচির পর এসএ টিভির কর্তৃপক্ষের সঙ্গে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা  একটি সংক্ষিপ্ত বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল, যে দুজন সাংবাদিককে কাজ করতে দেয়া হচ্ছে না এবং বিগত সাত-আট বছর ধরে তাদের ইনক্রিমেন্ট হচ্ছে না সেসব বিষয়ে সুরাহা করার কথা হয়েছে।

এসএ টিভি কর্তৃপক্ষ সাংবাদিকদের দাবি-দাওয়া বিষয়ে লিখিত চেয়েছে বলে জানান ইউনিয়ন সভাপতি আবু জাফর সূর্য।  তিনি জানান, আগামী শনিবারের মধ্যে দাবি আদায় না হলে আবার ২৪ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এসআর/জেবি)