ফরিদপুরে বন্যা পরিস্থিতির উন্নতি, ত্রাণ বিতরণ

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৯, ২০:৪২

ফরিদপুরের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের পদ্মার পানি ৭ সেন্টিমিটার কমে বর্তমানে বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া গড়াই নদীর পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফরিদপুরের পদ্মা, কুমার, আড়িয়াল খা, মধুমতি, গড়াইসহ বিভিন্ন নদ-নদীতে গত কয়েক দিন ধরে হঠাৎ পানি বৃদ্ধির কারণে সদর, চরভদ্রাসন, মধুখালি ও সদরপুর উপজেলার অন্তত ২২টি গ্রাম প্লাবিত হয়ে পড়ে।

ফরিদপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এরই মধ্যে ওই চারটি উপজেলাসহ জেলার ছয়টি উপজেলার ৩৪৮ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।

এদিকে জেলার আলফাডাঙ্গা উপজেলার মধুমতি নদীতে শনিবারও ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন রোধে পর্যাপ্ত জিও ব্যাগ ডাম্পিং করছে পানি উন্নয়ন বোর্ড।

অন্যদিকে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক অতুল সরকার জানান, ইতোমধ্যে জেলার ছয়টি উপজেলায় ১৫৫ টন চাল, শুকনো খাবার ও এক লক্ষ বিশ হাজার নগদ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তাছাড়া ভাঙন এলাকায় জরুরি জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা সার্বক্ষণিক দুর্গত অঞ্চলের মানুষের খোঁজ নিচ্ছি। জরুরিভিত্তিতে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :