পিরোজপুরে খালে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৯, ২২:২৯

পিরোজপুরের ইন্দুরকানীতে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবির (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবিরের চাচা হেলাল হাওলাদার বিকালে এ তথ্য নিশ্চিত করেন।

আবিরের চাচা জানান, আমার ভাই আলামিন ও ভাতিজা আবির দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সামনের খালে গোসল করছিল। আমার ভাই গোসল শেষে বাড়িতে এলেও ভাতিজা তার সাথে উঠে আসেনি। পরে ঘণ্টা পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় খালে ও তার আশপাশে খোঁজাখুঁজির পর খালের মধ্যে ডুবন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

আমার ভাতিজা সাঁতার জানত। আর সে যখন গোসল করছিল তখন ওই খালে কোমড় পর্যন্ত পানি ছিল। তবে ওই খালে (জিন-ভুতের) আছর থাকার কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবার ও স্থানীয়রা ধারণা করছেন।

এর কারণ হিসেবে তারা গত কয়েক বছর আগে ওই খালে দুই শিশু গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে পরে একই অবস্থায় খাল থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান।

নিহত স্কুলছাত্র আবির হাওলাদার উপজেলার কালাইয়া গ্রামের আল আমিনের হাওলাদারের ছেলে এবং ১৩নং ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :