দেড় হাজার ইয়াবাসহ তিন কারবারি আটক

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৯, ২২:৩৮

কুড়িগ্রামের উলিপুরে ১৭৫০টি ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার বিষ্ণুবল্লভ পানাতিপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় শনিবার গোপন সংবাদে জানতে পারে উপজেলার ধামেশ্রনী ইউনিয়নের বিষ্ণুবল্লভ পানাতিপাড়া গ্রামের শাহ্ আলমের বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী একত্রিত হয়ে একটি বড় চালান ভাগ বণ্টন করছেন। এ সময় সেখানে অভিযান চালিয়ে পুলিশ ওই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ফুলবাবু মিয়া, বাগচির খামার গ্রামের সহিদুল ইসলাম ও নাসরিন বেগমকে ৭৫০টি ইয়াবাসহ আটক করে। তাদের দেয়া তথ্যে বাড়ির উঠানে থাকা মোটরসাইকেলের সিটের নিচ থেকে আরও ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য মাদক কারবারিরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মাদক মামলার প্রক্রিয়া শেষ করে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :