গ্রাম এখন শহর হচ্ছে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৯, ২২:৫২

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন আর বিদ্যুতের অভাব নেই। গ্রামের সেই অভাবী চিত্র প্রধানমন্ত্রী পাল্টে দিয়েছেন। গ্রাম এখন শহরে পরিণত হচ্ছে।’

তিনি বলেন, ‘কৃষি খাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে অভ্যস্ত হতে হবে। কৃষকরা ধানের ন্যায্য দাম পাননি বলে আমি কৃষিমন্ত্রী হিসেবে দুঃখ প্রকাশ করছি। ধানের পাশাপাশি অন্যান্য কৃষিজাত পণ্য আবাদে জোর দিতে হবে। কৃষি গবেষণা ও যন্ত্রপাতির কারণে কৃষকরা এক একর জমিতে মাত্র এক মাসের ব্যবধানে এক লাখ টাকার টমেটো বিক্রি করতে পারেন।’

শনিবার দিনব্যাপী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘টাঙ্গাইলে শিল্প-কারখানার জন্য বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে দুই হাজার একর জমির উপর ‘রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)’ প্রতিষ্ঠার জন্য ভূমি অধিগ্রহণ চলছে। মহাসড়কগুলো চার লেন-ছয় লেনে উন্নীতকরণের কাজ চলছে। এলেঙ্গা থেকে জামালপুর পর্যন্ত ৩০ ফুট প্রশস্ত সড়কের কাজ শুরু হয়েছে।

মন্ত্রী কাউন্সিলের বিষয়ে বলেন, ‘আগামী কাউন্সিলে আওয়ামী লীগে কোন অপরাধী, মাদক ও অবৈধ কারবারিদের আশ্রয় হবে না। গঠনতন্ত্রেও সুনিদিষ্টভাবে উল্লেখ করা হবে এসব অপরাধীদের বিষয়ে। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ এদের কোনভাবেই ছাড় দেয়া হবে না।’

বিএনপি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘বিএনপি একটি বড় রাজনৈতিক দল। খালেদা জিয়া দুর্নীতির কারণে বর্তমানে জেলহাজতে রয়েছে। কিন্তু আইনের কাছে সবাই সমান। তাকে মুক্ত করতে হলে আইনের মাধ্যমেই করতে হবে। যদি হাইকোর্ট তাকে জামিন দেয়, তাহলে আওয়ামী লীগের কোন আপত্তি নেই। কিন্তু আইনকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী কাউকেই মুক্ত করতে পারবেন না। এটা বিএনপির ভুল ধারণা। সরকার চাইলেই খালেদা জিয়া মুক্ত হতে পারবে বলে বিএনপি এমন অপপ্রচার করছে। সরকার সবসময়ই খালেদা জিয়াকে বাংলাদেশের সবোর্চ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।’

পেঁয়াজের বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্র সাময়িকভাবে পেঁয়াজ বন্ধ করে দেয়ার কারণে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে। এটা খুবই সাময়িক সমস্যা। এখন মিয়ানমার ও তুরষ্ক থেকে প্রচুর পেঁয়াজ দেশে আসছে। আগামী দুই/এক মাসের মধ্যেই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে।’

দুপুরে উপজেলার নরিল্যা দক্ষিণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী সভায় ধোপাখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে ওই সভায় শুধুমাত্র কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন- ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুনার রশিদ হীরা, আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মনজু, সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শামসুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা লিনা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রমুখ।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :