হাতের নাগালে আসছে আইফোনের দাম

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৯, ১০:৪২

অনেকে মনে করেন আইফোন মানেই বিলাসী ফোন। ধারণাটা নিছক নয়। সত্যিই তাই। বাজারের অন্যসব ফোনের তুলনায় অ্যাপলের আইফোনের দাম আকাশচুম্বী। এবার বুঝি মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আসছে আইফোন। ২০২০ সালে বাজারে আসছে আইফোন এস ই টু। এই ফোনের দাম হবে সাশ্রয়ী। সম্প্রতি অ্যাপল সমীক্ষক মিং চি কুও এই খবর প্রকাশ করেছেন।

আইফোন এসই টু থেকে ফেস আইডি এর মতো প্রিমিয়াম ফিচার বাদ যাবে। পরিবর্তে এই ফোনে থাকবে পুরনো টাচ আইডি। ফেস আইডি না থাকার কারণে ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না। আইফোন এসইতে ৪ ইঞ্চির ডিসপ্লে ছিল। তবে আইফান এসই টুতে থাকতে পারে তুলনামূলক বড় ৪.৭ ইঞ্চির এলইডি ডিসপ্লে। এই ফোনে ডিসপ্লের নিচে হোম বাটনে টাচ আইডি থাকবে।

এই ফোনে থাকবে লেটেস্ট এ ১৩ বায়োনিক চিপ। ফোনটি ৩ জিবি র‌্যামে বাজারে আসার কথা রয়েছে। অ্যাপল পরিকল্পনা করেছে ২০২০ সালে দাম কমিয়ে ফোনটি সারা বিশ্বে ৩ থেকে ৪ কোটি ইউনিট বিক্রি করবে।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা