২১ কেজির বাঘাইড় দেখতে জনতার ভিড়

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৯, ১৭:০৩

নাটোরের সিংড়ায় ২১ কেজির বাঘাইড় মাছ দেখতে স্থানীয়রা জনতা ভিড় করেন। সোমবার মাছটি কোর্ট মাঠে রাখা হলে মাছের সাথে সেলফি তোলার হিড়িক পড়ে যায়।

এসময় মাছটি কেনার জন্য অনেকেই হুমড়ি খেয়ে পড়েন। পরে দুপুর ১টায় কুড়ি হাজার টাকা দাম হাকিয়ে মাছটি কিনে নেন স্থানীয় কয়েকজন যুবক।

মাছ বিক্রেতা ইসমাইল হোসেন বলেন, ‘মাছটি শেরপুর ধুনট এলাকা থেকে এখানে বিক্রয়ের জন্য এনেছেন। অনেকেই মাছটি দেখতে ভিড় করেন। আবার অনেকেই ছবি তুলে আনন্দ পাচ্ছেন।’

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘এটা সামুদ্রিক মাছ হলেও এক সময় চলনবিলে এই মাছের দেখা মিলত। কিন্তু এখন আর চোখে পড়ে না। কারণ চলনবিলে পানি না থাকায় বাঘাইড়সহ ৩৯ প্রজাতির মাছের বিলুপ্তি ঘটেছে।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :